ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

মিরপুর শাহআলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৬ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২৩
মিরপুর শাহআলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর মিরপুর শাহআলী এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

 

নিহতরা হলেন- রুবেল দাস (২৫) ও হৃদয় দাস (২৪)। আহত যুবকের নাম জামাল মিয়া।

মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে শাহআলী রয়েল সিটির গেটের পাশে এ ঘটনা ঘটে।  

শাহআলী থানার উপ-পরিদর্শক (এসআই) এসএম সালাউদ্দিন এতথ্য নিশ্চিত করে জানান, বিকেল সাড়ে ৫টার দিকে রয়েল সিটির গেটের পাশে চেন কাপ্পা মেশিন দিয়ে মাল আনলোড করছিলেন কয়েকজন। এ সময় তাদের হাতে থাকা লোহার পাইপ বাইরের বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে হৃদয় ও রুবেল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ হন। এতে ঘটনাস্থলে মারা যান তারা। এসময় জামাল মিয়া নামে একজন সামান্য আহত হন।  

তিনি জানান, নিহতদের বাড়ি রংপুর জেলার কাহারোল উপজেলায়। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের  মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ০০২৫ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২৩
এজেডএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।