ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

জেলেরাই মা ইলিশ রক্ষার সুফল পাবে: নৌ-পুলিশের ডিআইজি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২৩
জেলেরাই মা ইলিশ রক্ষার সুফল পাবে: নৌ-পুলিশের ডিআইজি

বরিশাল: মা ইলিশ রক্ষায় আগামী ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিনের অভিযান সফল করতে জেলেদের সঙ্গে মতবিনিময় সভা করেছে নৌ-পুলিশ।

বৃহস্পতিবার (০৫ অক্টোবর) সকালে নৌ-পুলিশ বরিশাল অঞ্চলের আয়োজনে বরিশাল নদীবন্দর ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে নৌ-পুলিশের ডিআইজি মো. মিজানুর রহমান জেলেদের উদ্দেশ্য বলেন, আগামী ২২ দিন মা ইলিশ ধরা বন্ধ থাকলে এর সুফল আপনারাই পাবেন। তাই সরকার নির্ধারিত সময়ে নদীতে কেউ জাল ফেলবেন না- এটাই হোক সবার অঙ্গীকার।

তিনি আরও বলেন, ২২ দিন মা ইলিশ ধরা ও কেনা-বেচার সঙ্গে যাদের পাওয়া যাবে, সবাইকেই আইনের আওতায় আনা হবে।

মা ইলিশ সংরক্ষণ অভিযান শতভাগ সফল করতে সরকার নির্ধারিত এই সময়ে ডিআইজি সবার সহযোগিতা কামনা করেছেন নৌ-পুলিশের ডিআইজি।

এ সময় অভিযান চলাকালে জেলেরা যাতে মাছ শিকারে না নামে সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। এছাড়া অভিযান চলাকালে নদীতে কোনো জেলেকে পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় নৌ-পুলিশ।

জেলা নৌ-পুলিশ সুপার মো. কফিল উদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান, সহকারী পুলিশ সুপার আব্দুর রাজ্জাক, অতিরিক্ত পুলিশ সুপার মো. হুমায়ূন কবির প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২৩
এমএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।