ঢাকা: সারাদিন ধরে ঢাকায় বৃষ্টি হচ্ছে। আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টা পর্যন্ত এর আগের ২৪ ঘণ্টায় ঢাকায় ৫২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে পানিতে সড়ক ডুবে যাওয়ায় অনেক এলাকায় যানবাহনের গতি একেবারেই মন্থর হয়ে গেছে। এমনকি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিজয় সরণী মোড় থেকে বনানী পর্যন্ত কার্যত বন্ধ হয়ে রয়েছে যান চলাচল।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত সোয়া ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এ অবস্থা বিরাজ করছিল রাজধানী শহর ঢাকায়।
সরেজমিন রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, সকাল থেকেই বিভিন্ন সড়কে সৃষ্ট যানজটে স্থবির হয়ে পড়ে নগরী। মিরপুর-১, ১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, মহাখালী, তেজগাঁও, মগবাজার, বাংলামটর, শাহবাগ, এলিফ্যান্ট রোড, সিটি কলেজসহ রাজধানী জুড়ে সৃষ্টি হয় অসহনীয় যানজট।
বাংলানিউজের সিনিয়র ফটো করেসপন্ডেন্ট রাজীন চৌধুরী জানান, বনানী থেকে জ্যাম শুরু হয়ে মহাখালী, বিজয় সরণী ও ফার্মগেট ছাড়িয়ে বিভিন্ন রাস্তায় ছড়িয়ে পড়েছে। এ রাস্তা পার হতে আমার দুই ঘণ্টারও বেশি সময় লেগেছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোলপ্লাজা ঘিরেও ছিল যানজট।
বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট নিশাত বিজয় জানান, শাহবাগ থেকে রামপুরা বনশ্রী এলাকায় আসতে দুই ঘণ্টার কাছাকাছি সময় লেগেছে। মৎস্য ভবন, কাকরাইল, ডিআইটি রোড, আবুল হোটেল মোড়, মগবাজার, মৌচাক এলাকায় এ যানজট ছড়িয়ে পড়েছে। একেকটি মোড় পার হতে ২০-২৫ মিনিট সময় লাগছে।
একই অবস্থা বিরাজ করছে গুলিস্তান ও পুরানো পল্টন এলাকায়ও।
এদিকে আবহাওয়াবিদদের দেওয়া তথ্যানুযায়ী, শুক্রবারও (৬ অক্টোবর) ঢাকায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে। তবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির প্রবণতা কিছুটা কমতে পারে। শনিবার থেকে সারাদেশেই বৃষ্টি কমতে শুরু করতে পারে।
বাংলাদেশ সময়: ২২৪৮ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২৩
এনবি/এসআইএ