ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

মুগদায় শিশু চুরি: সিসি ফুটেজে নারীসহ শনাক্ত ৩

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৫ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২৩
মুগদায় শিশু চুরি: সিসি ফুটেজে নারীসহ শনাক্ত ৩ ফাইল ছবি

ঢাকা: রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ১৯ দিন বয়সী শিশু রিফাত চুরি যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় হাসপাতালের নিচতলা থেকে সিসি ক্যামেরার ফুটেজে চুরি করে শিশু রিফাতকে নিয়ে যাওয়ার তিনজনের একটি চক্রকে দেখা গেছে।

এদের মধ্যে দুইজন নারী।

বৃহস্পতিবার (০৫ অক্টোবর) রাতে এই তথ্য বাংলানিউজকে জানান মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ।

আরও পড়ুন: মুগদা হাসপাতালে শিশু চুরি, ওয়ার্ডের আশপাশে নেই সিসি ক্যামেরা

তিনি বলেন, হাসপাতাল থেকে শিশু চুরি যাওয়ার ঘটনায় তার বাবা কাউসার নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৬(২)/৩০ ধারার থানায় একটি মামলা করেন। মামলার নাম্বার ৮।

আরও পড়ুন: মুগদা হাসপাতালে ঘুমন্ত মায়ের পাশ থেকে শিশু চুরি

তিনি আরও বলেন, মুগদা হাসপাতালে নিচতলায় সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে তিনজনের একটি চক্র শিশুটিকে নিয়ে বেরিয়ে যাচ্ছে। এদের মধ্যে দুইজন নারী। খুবই স্পষ্টভাবেই এই ফুটেজগুলো পাওয়া গেছে। তাদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে। আশা করি, খুব শীঘ্রই শিশুটিকে উদ্ধার করা সম্ভব হবে।

বাংলাদেশ সময়: ০০৩৫ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২৩
এজেডএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।