ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

আসামি গ্রেপ্তারে গিয়ে হামলার শিকার ২ পুলিশ, মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৭ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২৩
আসামি গ্রেপ্তারে গিয়ে হামলার শিকার ২ পুলিশ, মামলা

বরিশাল: জেলার উজিরপুরে মহিষ চুরির মামলার আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই পুলিশ সদস্য। এ ঘটনার পর পুলিশ হামলাকারী আসামির স্ত্রীকে গ্রেপ্তার করেছে।

বুধবার রাতে উপজেলার পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের গুচ্ছ গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

আহত দুই পুলিশ সদস্য হলেন উজিরপুর মডেল থানার এএসআই হাবিবুর রহমান ও কনস্টেবল মো. রাসেল। গ্রেপ্তার নারী হলেন চম্পা বেগম (৩৫)। তিনি উপজেলার মুন্ডপাশা গ্রামের বাদশা সরদারের স্ত্রী।

বৃহস্পতিবার (০৫ অক্টোবর) বিষয়‌টি নিশ্চিত করেন উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. তৌহিদুজ্জামান। তিনি বলেন, উজিরপুর বাজারের কসাই বাদশা সরদার চোরাই, মরা ও রুগ্ন গরু ও মহিষের মাংস বিক্রি করেন। তার বিরুদ্ধে পিরোজপুর থানার মহিষ চুরির একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। বাদশাকে গ্রেপ্তারে বুধবার রাত ৯টার দিকে পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের গুচ্ছ গ্রামে অভিযান করে পুলিশ। এ সময় বাদশা সরদারের স্ত্রী চম্পা বেগমসহ অজ্ঞাতরা পুলিশের ওপর হামলা করে। এ সুযোগে বাদশা সরদার পালিয়ে যায়।

পরিদর্শক তৌহিদ আরও বলেন, হামলায় আহত দুই পুলিশ সদস্যকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হামলাকারী চম্পা বেগমকে আটক করা হয়েছে।

তৌহিদুজ্জামান বলেন, এ ঘটনায় এএসআই হাবিবুর রহমান বাদী হয়ে মামলা করেছেন। মামলায় আটক চম্পাসহ পালিয়ে যাওয়া বাদশা সরদার এবং অজ্ঞাত আরও চারজনকে আসামি করা হয়েছে।

মামলায় কর্তব্য কাজে বাধা, বেআইনি জনতায় হামলা করে গুরুতর ও সাধারণ জখম করার অভিযোগ আনা হয়েছে।

মামলার আসামি হিসেবে চম্পাকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে বলেও জানান পরিদর্শক তৌহিদ।

বাংলাদেশ সময়: ০১৪৫ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২৩
এমএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।