ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

মাইক্রোবাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৮ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২৩
মাইক্রোবাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নীলফামারী: নীলফামারীতে মাইক্রোবাসের চাপায় প্রশান্ত রায় (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তার সঙ্গে থাকা মোশাররফ হোসেন (২২)।

 

বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাত পৌনে ৯টায় সদর উপজেলার পলাশবাড়ী এলাকার অচিনতলায় এ দুর্ঘটনা ঘটে।

পেশায় নির্মাণ শ্রমিক প্রশান্ত রায় টুপামারী ইউনিয়নের নিত্যানন্দি গ্রামের মৃত চন্দন রায়ের ছেলে। আর আহত মোশাররফ হোসেন রামগঞ্জ এলাকার কাইউমের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রশান্ত ও মোশাররফ মোটরসাইকেল ঠিক করার জন্য বাড়ি থেকে বের হয়ে পাশের একটি বাজারে যাচ্ছিলেন। পথে অচিনতলা নামক স্থানে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে যান তারা। এসময় অপর দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান প্রশান্ত। এতে গুরুতর আহত হন মোশাররফ। তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তারা দু’জনে নির্মাণ শ্রমিক।
নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০৯০৫ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।