ঢাকা, সোমবার, ১৮ ফাল্গুন ১৪৩১, ০৩ মার্চ ২০২৫, ০২ রমজান ১৪৪৬

জাতীয়

শ্যামলীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২৩
শ্যামলীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ সংগ্রহীত ছবি

ঢাকা: তিন মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে রাজধানীর শ্যামলীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গোল্ড স্টার নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা।

সোমবার (০৯ অক্টোবর) দুপুর দেড়টার দিকে শ্যামলী সিনেমা হলের সামনের সড়কের দুই পাশ অবরোধ করে গার্মেন্টস কর্মীরা।

পরে পুলিশের আশ্বাসে বিকাল সাড়ে ৩টার পর সড়কে অবস্থান ছেড়ে চলে যায় তারা।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ জোবায়ের বাংলানিউজকে বলেন, গার্মেন্টসটি বন্ধ হয়ে গেছে। সোমবার দ্বিতীয় দফায় শ্রমিকদের বেতন-ভাতা দেওয়ার তারিখ ছিল। কিন্তু মালিকপক্ষ তা দিতে পারেনি। তাই শ্রমিকরা সড়কে অবস্থান নিয়েছিল।

শ্রমিকদের সড়কে অবস্থান নেওয়ার কারণে সড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ব্যাপক ভোগান্তিতে পড়ে যাত্রী ও পথচারীরা। এছাড়াও আশপাশের এলাকাগুলোয় তীব্র যানজট তৈরি হয়।  

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০২৩
এসজেএ/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।