খুলনা: খুলনার রূপসা নদী থেকে জুয়েল শেখ নামের এক কসাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২ মার্চ) সকাল ৯ টা ১৫ মিনিটের দিকে রূপসা উপজেলার সেনের বাজার এলাকার নদীর চর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাহফুজুর রহমান বলেন, রূপসা উপজেলার সেনের বাজার এলাকায় মাংস বিক্রির টাকাকে কেন্দ্র করে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ৩ কসাইয়ের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের এক পর্যায়ে জুয়েল শেখ ও রুবেল শেখ মাংস ব্যবসায়ী আরিফকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এ ঘটনার পরপর স্থানীয়রা কসাই জুয়েল শেখকে ধাওয়া দিলে আত্মরক্ষার্থে তিনি নদীতে ঝাঁপ দেন। পরবর্তীতে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। রোববার নদীতে ভাসমান মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। এরপর কসাই জুয়েল শেখের মরদেহ উদ্ধার করা হয়। তিনি মাংস ব্যবসায়ী আরিফ হত্যা মামলার অন্যতম আসামি।
উল্লেখ্য, পাওনা টাকা চাইতে গিয়ে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) হামলার শিকার হয়ে মৃত্যুবরণ করলেন আরিফ(২৬) নামের এক মাংস ব্যবসায়ী। আরিফ সেনের বাজার এলাকায় রুবেলের মাংসের দোকানে টাকা আনতে যান। সেখানে গেলে মাংস বিক্রেতা জুয়েল শেখ ও রুবেল শেখের সাথে আরিফের কথা কাটাকাটি এবং ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে তারা দুভাই আরিফকে ধারালো চাপাতি দিয়ে মাথায় আঘাত করে। নগরীর একটি বেসরকারি হাসপাতালে আরিফকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, মার্চ ২, ২০২৫
এমআরএম