রাঙামাটি: জনগণচ্যুত হয়ে বিএনপি এখন নানা ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
সোমবার (০৯ অক্টোবর) রাঙামাটি সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মিলনায়তনে অনুষ্ঠিত দিনব্যাপী বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এমপি বলেন, বিএনপি পাকিস্তান প্রীতি করছে। এ দেশকে পাকিস্তান বানানোর অপচেষ্টা করছে। ত্রিশ লাখ প্রাণের বিনিময়ে এ স্বাধীনতা। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের সোপানে পৌঁছে গেছে। জনগণ আর পেছনে ফিরে থাকাতে চায় না।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি দীপক বিকাশ চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বৃষকেতু চাকমা।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর। সভার সঞ্চালনা করেন, সুখময় চাকমা। এসময় সংগঠনটির অন্যান্য নেতারা বক্তব্য দেন।
এর আগে জাতীয় সঙ্গীত গেয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০২৩
আরএ