ঢাকা: রাজধানী ঢাকার আশুলিয়া এলাকায় ছাহেরা বেগম হত্যা মামলায় পলাতক প্রধান আসামি উজ্জ্বল হোসাইনকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
রোববার (০৮ অক্টোবর) রাতে রাজধানীর শাহজাহানপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (০৯ অক্টোবর) বিকেলে র্যাব-১০ এর অধিনায়ক এডিশনাল ডিআইজি মো. ফরিদ উদ্দিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে র্যাব-১০ এর একটি দল ও র্যাব-৪ এর সহযোগিতায় রাজধানীর শাহজাহানপুর থানা এলাকায় একটি যৌথ অভিযান চালায়। অভিযানে ঢাকার আশুলিয়া থানায় হত্যা মামলার পলাতক আসামি উজ্জ্বলকে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি আরও বলেন, আসামি হত্যাকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততার সত্যতা স্বীকার করেছেন। মামলা হওয়ার পর থেকে আসামি শাহজাহানপুরসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিলেন।
এছাড়া আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০২৩
এমএমআই/এসআইএ