ঢাকা, সোমবার, ১৮ ফাল্গুন ১৪৩১, ০৩ মার্চ ২০২৫, ০২ রমজান ১৪৪৬

জাতীয়

আন্দোলন-সমাবেশে রাজধানীতে দিনভর যানজট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২৩
আন্দোলন-সমাবেশে রাজধানীতে দিনভর যানজট ছবি: জিএম মুজিবুর

ঢাকা: পোশাক শ্রমিকদের আন্দোলনে শ্যামলীর রাস্তা বন্ধ, নয়াপল্টন রাস্তা বন্ধ করে বিএনপির সমাবেশ, শান্তিনগর কাকরাইলে এস এ পরিবহনের অফিসে আগুন ও গাবতলীতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ- এই চার ঘটনায় রাজধানীতে গাড়ি চলাচল কোথাও সাময়িক বন্ধ, আর কোথাও ধীরগতিতে চলাচলে করছে। এর ফলে সৃষ্টি হয়েছে যানজট।

সোমবার (০৯ অক্টোবর) ঢাকার কাকরাইল, পল্টন, শ্যামলী, আসাদগেট, কারওয়ান বাজার, বনানী, প্রগতি সরণি, গাবতলীসহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে এ যানজট।

সরেজমিনে দেখা গেছে, নয়া পল্টনে সমাবেশকে কেন্দ্র করে ঢাকা মহানগরের বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে শত শত নেতাকর্মী খণ্ড খণ্ড মিছিল নয়াপল্টনে আসছে। পাশাপাশি দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও এসেছে। ফলে এ রাস্তায় সৃষ্টি হয় যানজট।

ছবি: বাংলানিউজ

এছাড়া শান্তিনগরে এস এ পরিবহনের অফিসে আগুন যানজট আরও বাড়িয়ে দেয়। এর ফলে কাকরাইল, শান্তিনগর, পল্টন, মালিবাগ এলাকা যানজটের কবলে পড়ে।  

এদিকে, শ্যামলীতে পোশাক শ্রমিকদের আন্দোলনে দুপুরে ধীরগতির চলাচলে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এ যানজট শ্যামলী থেকে ছড়িয়ে আসাদগেট, গাবতলী, মোহাম্মদপুর ও মিরপুর রোডে ছড়িয়ে পড়ে।

এছাড়া গাবতলী বাস টার্মিনালে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে নেতাকর্মীদের ঢল নামে। এতে করে আশপাশের এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০২৩
এনবি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।