ঢাকা: জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব মো. খায়রুল আলম সেখকে পদোন্নতি দিয়েছে সরকার।
এ পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করে তাকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব পদে পদায়ন করা হয়েছে।
সম্প্রতি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলমকে স্বাস্থ্যসেবা বিভাগের বদলি করা হয়েছে।
অপর আদেশে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারকে সিনিয়র সচিব পদে পদোন্নতি দেওয়া হয়। বিসিএস প্রশাসন ক্যাডারের দশম ব্যাচের কর্মকর্তা হুমায়ুন কবীর খোন্দকার ১৯৯১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন। মাঠ প্রশাসন ছাড়াও তিনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার একান্ত সচিব, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে যুগ্মসচিব ও অতিরিক্ত সচিব এবং নির্বাচন কমিশন সচিবের দায়িত্ব পালন করেছেন।
বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০২৩
এমআইএইচ/আরআইএস