ঢাকা, সোমবার, ১৮ ফাল্গুন ১৪৩১, ০৩ মার্চ ২০২৫, ০২ রমজান ১৪৪৬

জাতীয়

ফিলিস্তিনিদের নামে তহবিল সংগ্রহে সতর্ক থাকার আহ্বান

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৩
ফিলিস্তিনিদের নামে তহবিল সংগ্রহে সতর্ক থাকার আহ্বান প্রতীকী ছবি

ঢাকা: ঢাকার ফিলিস্তিন দূতাবাস জানিয়েছে, চলমান সংকটের প্রেক্ষিতে কিছু ব্যক্তি নিজেদের স্বার্থে ফিলিস্তিনি জনগণের নামে তহবিল সংগ্রহের চেষ্টা করছে। তবে বাংলাদেশের কোনো সংস্থা বা ব্যক্তি গাজা বা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জন্য তহবিল সংগ্রহের জন্য অনুমোদিত নয়।

মঙ্গলবার (১০ অক্টোবর) ঢাকার ফিলিস্তিন দূতাবাস এক বার্তায় আরও জানায়,  আমরা আমাদের বাংলাদেশি ভাই ও বোনদের সন্দেহজনক অনুদানের চ্যানেল সম্পর্কে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিচ্ছি।

যে কোনো অনুসন্ধানের জন্য দূতাবাসের অফিসিয়াল ইমেল ঠিকানা এবং ফোন নম্বরের মাধ্যমে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
ইমেইল: [email protected]
টেলিফোন: +880241081382
মোবাইল: +8801937791254

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৩
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।