ঢাকা: ঢাকার ফিলিস্তিন দূতাবাস জানিয়েছে, চলমান সংকটের প্রেক্ষিতে কিছু ব্যক্তি নিজেদের স্বার্থে ফিলিস্তিনি জনগণের নামে তহবিল সংগ্রহের চেষ্টা করছে। তবে বাংলাদেশের কোনো সংস্থা বা ব্যক্তি গাজা বা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জন্য তহবিল সংগ্রহের জন্য অনুমোদিত নয়।
মঙ্গলবার (১০ অক্টোবর) ঢাকার ফিলিস্তিন দূতাবাস এক বার্তায় আরও জানায়, আমরা আমাদের বাংলাদেশি ভাই ও বোনদের সন্দেহজনক অনুদানের চ্যানেল সম্পর্কে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিচ্ছি।
যে কোনো অনুসন্ধানের জন্য দূতাবাসের অফিসিয়াল ইমেল ঠিকানা এবং ফোন নম্বরের মাধ্যমে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
ইমেইল: [email protected]
টেলিফোন: +880241081382
মোবাইল: +8801937791254
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৩
টিআর/এমজেএফ