ঢাকা, সোমবার, ১৮ ফাল্গুন ১৪৩১, ০৩ মার্চ ২০২৫, ০২ রমজান ১৪৪৬

জাতীয়

ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে ইসলামি আন্দোলনের বিক্ষোভ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট, | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৬ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৩
ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে ইসলামি আন্দোলনের বিক্ষোভ মিছিল ছবি: শাকিল আহমেদ

ঢাকা: ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে ঢাকার বায়তুল মোকাররম উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

মঙ্গলবার (১০ অক্টোবর) বিকেল চার টায় পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেটে থেকে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শুরু করা হয়।

 

বিক্ষোভ মিছিলটি বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু করে নাইটেঙ্গেল মোড় পর্যন্ত গিয়ে শেষ হয়।  

এর আগে কর্মসূচিকে কেন্দ্র করে বিকেল ৩টা থেকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেটে জমায়েত হতে শুরু করেন দলটির নেতাকর্মীরা।

কর্মসূচিকে ঘিরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য বায়তুল মোকাররম ও পল্টন এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

বিক্ষোভ মিছিলের পূর্বে সংক্ষিপ্ত সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইয়ের পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, জাতিসংঘ মানবতার কথা বলে, বিভিন্ন বিষয়ে সুন্দর সুন্দর ভাষার মাধ্যমে কথা বলে। কিন্তু ফিলিস্তিনের মুসলমানদের ওপর নির্যাতন, হত্যায় চুপ থাকা জাতিসংঘের বৃদ্ধাঙ্গুলি আমরা মেনে নিতে পারি না।  

তিনি বলেন, আজ ইউরোপ, আমেরিকাসহ বিভিন্ন দেশ দখলদার ডাকাত ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে, পক্ষাবলম্বন করেছে। যারা যুগ যুগ ধরে আক্রমন, হত্যা, হত্যাযজ্ঞ চালিয়েছে, তাদের পক্ষাবলম্বন করা অত্যন্ত দুঃখজনক। আমরা মুসলমানরা আজ একত্রিত হবো, মানবতাবাদীরা একত্রিত হবো।  

চরমোনাই পীর রেজাউল করিম বলেন, রাসূল (সা.) বলেছেন, তামাম দুনিয়ায় যদি কোনো মুসলমান আক্রান্ত হয় তার পাশে থাকা, প্রতিবাদ করা, তার দুঃখে দুঃখী হওয়া ইমানের অঙ্গ। আজ ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসন চলছে। ফিলিস্তিনের ওপর যে জুলুম নির্যাতন চলছে তার প্রতিবাদ যদি আমরা করতে না পারি তা ঈইমানের ঘাটতি হিসেবে প্রমাণিত হয়।  

বিক্ষোভ মিছিলের সভাপতিত্ব করেন অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসউদ।

এসময় আরো উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মুহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, যুগ্ম-মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, যুগ্ম মহাসচিব আলহাজ্ব মোহাম্মদ আমিনুল ইসলাম, সহকারী মহাসচিব মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম, আলহাজ্ব কে এম আতিকুর রহমান ও মুফতী দেলাওয়ার হোসাইন সাকী প্রমূখ।

 

বাংলাদেশ সময়: ২৩৩০ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৩

ইএসএস/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।