ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় ইয়াবাসহ যুবক আটক

উপজেলা করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৩
পাথরঘাটায় ইয়াবাসহ যুবক আটক প্রতীকী ছবি

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটা পৌরসভা শহরের ৩ নম্বর ওয়ার্ড এলাকা থেকে ২৬০টি ইয়াবা ট্যাবলেটসহ মাহবুব (২৫) নামে যুবককে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা।  

শুক্রবার (১৩ অক্টোবর) বিকেল ৫টার দিকে তাকে আটক করা হয়।

 মাহবুব একই ওয়ার্ডের মজিবুর রহমানের ছেলে।  

কোস্টগার্ড দক্ষিণ জোনের পাথরঘাটা স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার পাথরঘাটা এম ফিরোজ উজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে ওই ওয়ার্ড এলাকা থেকে মাহবুবকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।