ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ধানক্ষেতে মিলল ইজিবাইক চালকের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ৩:২৫ পিএম, অক্টোবর ১৫, ২০২৩
বগুড়ায় ধানক্ষেতে মিলল ইজিবাইক চালকের মরদেহ

বগুড়া: বগুড়ার কাহালু উপজেলায় ইসমাইল হোসেন (৪৮) নামে এক ইজিবাইক চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৫ অক্টোবর) সকালে উপজেলার দলগাড়া এলাকায় রাস্তার পাশে ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ইসমাইল হোসেন বগুড়া কাহালু পৌরসভার উলট্ট এলাকার ইব্রাহীম হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইসমাইল ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। শনিবার (১৪ অক্টোবর) সন্ধ্যার পর থেকে ইসমাইলের খোঁজ পাওয়া যাচ্ছিল না বলে তার পরিবার পুলিশকে জানায়। পরে রোববার সকাল ৯টার দিকে ইসমাইলের গলাকাটা মরদেহ ধানক্ষেত থেকে উদ্ধার করা হয়।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদ হাসান জানান, ইসমাইলের ইজিবাইক মরদেহ উদ্ধারের স্থান থেকে প্রায় তিন কিলোমিটার দূরে পাওয়া গেছে। কি কারণে এ হত্যাকাণ্ড এখনও বলা যাচ্ছে না। তদন্ত চলছে।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৩
কেইউএ/এসএম

বাংলাদেশ সময়: ৩:২৫ পিএম, অক্টোবর ১৫, ২০২৩ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।