ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

জাতীয়

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১০, অক্টোবর ১৮, ২০২৩
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু ফাইল ফটো

ঢাকা: ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দি মোকাদ্দেস মৃধা মোকা (৫০) নামে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু হয়েছে।

বুধবার (১৮অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে কারারক্ষীরা অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, কেন্দ্রীয় কারাগার থেকে কারারক্ষীরা তাকে হাসপাতালে নিয়ে আসলে মারা যায় ওই বন্দি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ]

তিনি আরও জানান, ওই ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত কয়েদি ছিলেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত ঠিকানা ও মামলার বিবরণ জানা যায়নি। তার কয়েদি নম্বর ৯২৩৮/এ । তার বাবার নাম আব্দুর রাজ্জাক।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৩
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।