ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খুলনায় জুটমিলে অগ্নিকাণ্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৩
খুলনায় জুটমিলে অগ্নিকাণ্ড

খুলনা: খুলনার রূপসা উপজেলার পিঠাভোগ এলাকায় ভিশন এশিয়া জুটমিলের পাটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছেন খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার।

তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে নিশ্চিত হওয়া যায়নি ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৩
এমআরএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।