ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

উখিয়ায় রোহিঙ্গা শিবিরে অস্ত্র-গুলিসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৩
উখিয়ায় রোহিঙ্গা শিবিরে অস্ত্র-গুলিসহ আটক ২

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবির থেকে দেশীয় তৈরি ১টি ওয়ান শুটার গান, ৩ রাউন্ড রাইফেলের গুলিসহ দুই রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

শনিবার (২১ অক্টোবর) সকাল ৯টায় উখিয়া ক্যাম্প-৫ এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন ১৪ এপিবিএনের অধিনায়ক মো. ইকবাল।

আটকরা হলেন-উখিয়ার ৪ নম্বর ক্যাম্পের ব্লক-জি-৫ এর বাসিন্দা পেটান আলীর ছেলে কামাল হোসেন (৩০) ও একই ক্যাম্পের মৃত নুর আহাম্মদের ছেলে ছব্বির আহম্মদ (৩৫)।

১৪ এপিবিএনের অধিনায়ক মো. ইকবাল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৯টায় উখিয়ার ইরানি পাহাড়স্থ ৫ নম্বর ক্যাম্পে অভিযান চালানো হয়। এ সময় সৈয়দ উল্লাহর দোকানের সামনে থেকে কামাল হোসেনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দেশীয় তৈরি ১টি ওয়ান শুটার গান,  ৩ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামাল হোসেন এসব অস্ত্র ও গুলি রোহিঙ্গা ছব্বির আহম্মদ তাকে সরবরাহ করে বলে জানালে। পরে অভিযান চালিয়ে ছব্বির আহাম্মদকে আটক করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় এপিবিএন অধিনায়ক মো. ইকবাল।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৩
এসবি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।