ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘সংবিধানে ধর্মনিরপেক্ষতা ও অসাম্প্রদায়িকতা এখনও মুছে যায়নি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৩
‘সংবিধানে ধর্মনিরপেক্ষতা ও অসাম্প্রদায়িকতা এখনও মুছে যায়নি’

নারায়ণগঞ্জ: ঢাকার বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম বলেছেন, আপনারা জানেন বাংলাদেশের সংবিধানে ধর্ম নিরপেক্ষতা ও অসাম্প্রদায়িকতা এখনও মুছে যায়নি। বাঙালি জাতিস্বত্বার কথা চিন্তা করলেই এটা চলে আসে।

রোববার (২২ অক্টোবর) রাতে শহরের রামকৃষ্ণ মিশন ও আমলাপাড়া দুর্গা পূজার মণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

সেখানে তিনি বলেন, শারদীয় দুর্গা উৎসব সারা বাংলাদেশে যেভাবে পালিত হচ্ছে তা চিন্তার অতীত। গত বছর যে পরিমাণ মণ্ডপ ছিল, এবার সেটা আরও বেড়ে গেছে। যদিও বাড়ার কথা ছিল না। স্বাধীন নাগরিকরা তাদের ধর্ম পালন করছে। এটা বাঙালির সংস্কৃতিকে আরও এগিয়ে যাবে।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে অসাম্প্রদায়িক চেতনা অনেক আগে থেকেই। শিল্প ও সাহিত্যের দিক থেকেও নারায়ণগঞ্জ অনেক এগিয়ে। এ ধারা অব্যাহত থাকুক। আমরা মুক্তিযুদ্ধ জাদুঘর করেছি। আমরাও নিয়মিত সাহায্য দিচ্ছি। এ ধারা অব্যাহত থাকুক এটাই আমরা চাই।

বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৩
এমআরপি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।