ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধু টানেলের ফলে বঙ্গোপসাগরে ব্লু ইকোনমির দ্বার উন্মোচন হবে: প্রধানমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৩
বঙ্গবন্ধু টানেলের ফলে বঙ্গোপসাগরে ব্লু ইকোনমির দ্বার উন্মোচন হবে: প্রধানমন্ত্রী ফাইল ফটো

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উদ্বোধনের অপেক্ষায় কর্ণফুলি নদীর তলদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল, যা রিখটার স্কেলে ৯ মাত্রার ভূমিকম্প সহনীয়। এ টানেল চালু হলে বঙ্গোপসাগরকে ঘিরে আবর্তিত ব্লু ইকোনমির নতুন দ্বার উন্মোচন হবে।

বুধবার (২৫ অক্টোবর) জাতীয় সংসদের অধিবেশনে নির্ধারিত প্রশ্ন উত্তরে আওয়ামী লীগের সদস্য এম আব্দুল লতিফের এক প্রশ্নের লিখিত উত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।  

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে বেলজিয়াম সফরে রয়েছেন। তবে বুধবার সংসদে এ প্রশ্ন উত্থাপিত হয়।

এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। এদিকে আগামী ২৮ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকে দেশের প্রথম এ টানেল উদ্বোধন করবেন।

প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, রিখটার স্কেলে ৯ মাত্রার ভূমিকম্প সহনীয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল যান চলাচলের জন্য উন্মুক্ত হওয়ার পর বন্দরনগরী চট্টগ্রামসহ সারাদেশের অর্থনীতির ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। এ টানেল যান চলাচলের জন্য উন্মুক্ত হওয়ার পর আনোয়ারা প্রান্তে আবাসন ও পর্যটন শিল্পের বিকাশ, কলকারখানা স্থাপন ও সহজ যোগযোগ ব্যবস্থার কারণে ব্যপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। বঙ্গোপসাগরকে ঘিরে আবর্তিত ব্লু ইকোনমির নতুন দ্বার উন্মোচন হবে।  

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৩
এসকে/জেএইচ  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।