ঢাকা, সোমবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

নরসিংদীর পাইকারি কাপড়ের বাজারে আগুন নিয়ন্ত্রণে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৩
নরসিংদীর পাইকারি কাপড়ের বাজারে আগুন নিয়ন্ত্রণে

নরসিংদী: নরসিংদী সদর উপজেলায় দেশের অন্যতম বড় পাইকারি কাপড়ের বাজার শেখেরচর-বাবুরহাটের একটি অংশে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। রোববার (২৯ অক্টোবর) রাত ১১টার দিকে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

নরসিংদী ফায়ার সার্ভিস জানিয়েছে, রাত ১১টা ১৭ মিনিটে আগুনের খবর পায় তারা। এরপর ৭ মিনিটের মধ্যে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নরসিংদী সদর, মাধবদী, পলাশ, মনোহরদী ও আড়াইহাজারের ১৬টি ইউনিট কাজ করে।

বাজারের ভেতরের সড়ক সরু থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করতে পারেনি। ফলে আগুনের তীব্রতা বেড়ে যেতে থাকে। প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবুল কালাম আজাদ।  

তিনি জানান, তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। ব্যবসায়ীরা জানান, ইতোমধ্যে আগুনে শতাধিক কাপড়ের দোকান ও দোকানে থাকা মালামাল পুড়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।