ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৩ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৩
নীলফামারীতে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

নীলফামারী: ধর্ষণের দায়ে মোতালেব হোসেন (৩৩) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন নীলফামারীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২।  

মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে আদালতের বিচারক এ বি এম গোলাম রসুল এ আদেশ দেন।

রায়ের সময় আসামি উপস্থিত ছিলেন।

দণ্ডিত মোতালেব ডিমলা উপজেলার উত্তর সোনাখুলি মিলন পাড়া গ্রামের সিদ্দিক আলীর ছেলে।  

মামলা সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ২৩ মে ডিমলা উপজেলার উত্তর সোনাখুলি মিলন পাড়া গ্রামের এক দশম শ্রেণির ছাত্রীকে মা-বাবার অনুপস্থিতিতে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে তার বাড়িতে ধর্ষণ করে মোতালেব। এসময় ওই ছাত্রী চিৎকার করার চেষ্টা করলে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন। পরে ওই ছাত্রীর মা-বাবা অনেক খোঁজাখুঁজির পর ওই ছাত্রীর দেখা পাওয়া না গেলে থানায় মামলা করে পরিবার। এরপর মোতালেবের বাড়ি থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে পুলিশ।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিশেষ পিপি মো. আবুল কালাম আজাদ জানান, সাক্ষ্য প্রমাণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি মোতালেবকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করে কারাগারে প্রেরণ করেছেন আদালত।

বাংলাদেশ সময়: ০৮১২ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।