ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৩
আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য গ্রেপ্তার

ঢাকা: নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য রাকিব হোসেন (২১) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। তিনি প্রাইভেট সিকিউরিটি কোম্পানির গার্ড হিসেবে মহাখালীর একটি বহুতল ভবনে কাজ করতেন।

বুধবার (১ নভেম্বর) বিকেলে রাজধানীর মহাখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তারের বিষয়টি জানান এটিইউর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) ওয়াহিদা পারভীন।

তিনি জানান, জসীম উদ্দিন রাহমানির ওয়াজ শুনে উদ্বুদ্ধ হয়ে আনসারুল্লাহ বাংলা টিমের সমর্থক ও সক্রিয় সদস্য হন গ্রেপ্তার রাকিব। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জঙ্গি সংগঠনের পক্ষে বিভিন্ন প্রচার-প্রচারণাসহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করছিলেন।

নতুন সদস্য সংগ্রহ ও জনসমর্থন আদায়ের জন্য বিভিন্ন সাংগঠনিক কাজে জড়িত ছিলেন রাকিব। তিনি এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ ব্যবহার করে সহযোগীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করতেন।

তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে বনানী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৩
পিএম/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।