ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অবরোধ শুরু হতেই ঢাকায় ৩ বাসে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২০ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৩
অবরোধ শুরু হতেই ঢাকায় ৩ বাসে আগুন

ঢাকা: অবরোধ শুরুর আগমূহূর্তে ভোরেই ঢাকার তিন এলাকায় তিনটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (৫ নভেম্বর) ভোর থেকে রাজধানীর শ্যামপুর, ডেমরা ও মিরপুর এলাকায় বাসে আগুন দেওয়া হয়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য দেন।  

তিনি বলেন, ভোর চারটায় শ্যামপুরের জুরাইন বালুর মাঠ এলাকায় তুরাগ পরিবহনের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। এছাড়া, একই সময় ডেমরার মাতুয়াইল এলাকার সাদ্দাম মার্কেটের সামনে একটি বাসে ও ভোর ৫ টা ১৭ মিনিটে মিরপুর ৬ নম্বর এলাকায় একটি বাসে আগুন দেওয়া হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর জানাতে পারেননি তিনি।

এদিকে, ফায়ার সার্ভিস জানায় শনিবার সন্ধ্যা ৭ থেকে রোববার সকাল সাড়ে ৬ টা পর্যন্ত অবরোধের আগের রাতে সর্বমোট ১২টি উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক আগুনের সংবাদ পাওয়া গেছে।

ঢাকা সিটিতে ৭টি, নারায়ণগঞ্জ ও গাজীপুরে ২টি, রাজশাহীর সিরাজগঞ্জে ১টি, বরিশালের চরফ্যাশনে ১টি, রংপুরের পীরগঞ্জে ১টি ঘটনা ঘটে।

এ ঘটনায় ৯ টি বাস, ১টি রাজনৈতিক দলের কার্যালয় পুড়ে যায়।

বাংলাদেশ সময়: ০৮১৮ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২৩
পিএম/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।