ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজারে আন্তঃস্কুল বিজ্ঞান মেলা

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৯ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৪
মৌলভীবাজারে আন্তঃস্কুল বিজ্ঞান মেলা

মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আন্তঃস্কুল বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) শ্রীমঙ্গল উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ মেলা উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবু তালেব।

 

স্থানীয় এনজিও সংগঠন মাল্টিপারপাস সোসিও ইকোনোমিক ডেভেলাপমেন্ট অ্যাসোসিয়েশনের (এমসিভা) আয়োজনে এবং বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের (বিএফএফ) সহযোগিতায় এ মেলা অনুষ্ঠিত হয়।  

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বর্ধন, 
শ্রীমঙ্গল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিতা রানী দাস, নটরডরম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফাদার প্রশান্ত নিকোলার্স ক্রুজ, এমসিডার সভাপতি মো. মিজানুর রহমান আলম, সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ, বিএফএফের নির্বাহী পরিচালক মো. সাজ্জাদুর রহমান চৌধুরী ও ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিন অফিসার মো. আনোয়ার হোসেন।

বাংলাদেশ সময়: ২২১৭ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৪
বিবিবি/আরবি         

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।