খুলনা: খুলনা পৌরসভার শেষ চেয়ারম্যান ও খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রথম মেয়র সিরাজুল ইসলাম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
রোববার (৫ নভেম্বর) ভোর ৪টা ৪৫ মিনিটে ৬৭ নম্বর হাজী মহসিন রোডের নিজ বাসায় বার্ধক্যজনিত অসুস্থতায় মারা যান তিনি।
সিরাজুল ইসলামের বড় ছেলে শফিকুল ইসলাম সিপার বাংলানিউজকে বলেন, আমার আব্বা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। ভোরে তিনি মারা যান। আমরা দুই ভাই, চার বোন। আম্মা আগেই মারা গেছেন।
মরহুমের জানাজা বাদ আসর খুলনার শহীদ হাদিস পার্কে অনুষ্ঠিত হবে।
কেসিসির প্রথম মেয়র সিরাজুল ইসলামে মৃত্যুতে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক গভীর শোক প্রকাশ করেছেন। একইসঙ্গে সিটি মেয়র মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
বাংলাদেশ সময়: ০৯৪২ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২৩
এমআরএম/আরবি