ঢাকা, শুক্রবার, ১১ আশ্বিন ১৪৩২, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

অবরোধের প্রভাব নেই তেজগাঁও-মহাখালী এলাকার জনজীবনে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৯, নভেম্বর ৫, ২০২৩
অবরোধের প্রভাব নেই তেজগাঁও-মহাখালী এলাকার জনজীবনে

ঢাকা: অবরোধের তেমন প্রভাব পড়েনি তেজগাঁও-মহাখালী এলাকার মানুষের জনজীবনে। পাড়া-মহল্লার দোকানগুলোয় মানুষের চলাচল স্বাভাবিক।

তেমনি বাজারেও মানুষের যাতায়াত ছিল স্বাভাবিক।

রোববার (০৫ নভেম্বর) তেজগাঁও শিল্প এলাকা, মহাখালী বাস টার্মিনাল, নিকেতন বাজার গেইট ঘুরে এমন চিত্র দেখা গেছে।

এসব এলাকায় প্রায় সব প্রতিষ্ঠানের কার্যক্রম স্বাভাবিক। তবে, ঢাকা-ময়মনসিংহ সড়ক ঘেঁষে কিছু-কিছু দোকানপাট বন্ধ রয়েছে৷ সকালে গণপরিবহন চলাচল কিছুটা সীমিত থাকলেও বেলা বাড়ার সঙ্গে-সঙ্গে সেটি বেড়েছে।

নিকেতন বাজার এলাকায় কথা হয় সাইফুল আলম নামে একজনের সঙ্গে। তিনি বাংলানিউজকে বলেন, বাজার করতে এসেছি। সবকিছুই স্বাভাবিক আছে। অন্যান্য দিন যেমন আসতাম। কোনো সমস্যা নেই এখানে।

তেজগাঁও শিল্প এলাকার নিপ্পন বটতলার সবজি বিক্রেতা আসাদুল ইসলাম বাংলানিউজকে বলেন, অবরোধ আমরা মানতে পারব না ভাই। আমাদের দিনে এনে দিনে খেতে হয়। পেটে ক্ষুদা রেখে কোনো আন্দোলন হয় না।

এই এলাকার টং দোকানি এরশাদ বাংলানিউজকে বলেন, আমি এখানে যা বিক্রি করি, তা দিয়েই আমার সংসার চলে। এখন অবরোধের জন্য তো দোকান বন্ধ করে বসে থাকতে পারি না। তাহলে না খেয়ে থাকতে হবে। আর তাছাড়া এখানে অবরোধের কোনো প্রভাব নেই।

সরকারের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে রোববার (০৫ নভেম্বর) থেকে ৬ নভেম্বর পর্যন্ত টানা ৪৮ ঘণ্টা দেশব্যাপী সড়ক-রেল-নৌপথ, রাজপথসহ সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপি-জামায়াতসহ সমমনা রাজনৈতিক দল ও জোট। এর আগে গত ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত টানা ৭২ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করেছিল দলটি।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২৩
এমকে/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।