ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জানমাল রক্ষায় মৌলভীবাজারে পুলিশের সর্বোচ্চ নিরাপত্তা

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৩
জানমাল রক্ষায় মৌলভীবাজারে পুলিশের সর্বোচ্চ নিরাপত্তা সড়কে পুলিশের টহল। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: ‘বিএনপি ও জামায়াতের ডাকা অবরোধে মৌলভীবাজারে পুলিশ সবসময় তৎপর।  আমরা মানুষের জানমাল রক্ষায় সতর্কতার সঙ্গে কাজ করে যাচ্ছি।

আমরা কোনো দুষ্কৃতকারীকে জেলায় তাদের অপকর্ম করতে দেবো না। ’

রোববার (০৫ নভেম্বর) আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকিকালে এ কথা বলেন জেলার পুলিশ সুপার (এসপি) মো. মনজুর রহমান।

এ সময় মহাসড়ক ও কুলাউড়া রেলস্টেশন এলাকা পরিদর্শন করেন তিনি। দায়িত্বরত পুলিশ সদস্যদের ডিউটি তদারকি করেন এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন তিনি।

এসপি জেলাবাসীর উদ্দেশ্যে বলেন, আপনারা নির্ভয়ে রাস্তাঘাটে বেরিয়ে স্বাভাবিক কাজকর্ম করবেন। জেলার প্রতিটি পুলিশ সদস্য আপনাদের পাশে আছেন।  

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ সারোয়ার আলম, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক, মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার ওসি মো. আশরাফুল ইসলামসহ অন্যান্য পুলিশ সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২৩
বিবিবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।