ঢাকা, শনিবার, ৫ আশ্বিন ১৪৩২, ২০ সেপ্টেম্বর ২০২৫, ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ফেনী কলেজের সাবেক অধ্যক্ষের নামে দুদকের মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৯, নভেম্বর ৬, ২০২৩
ফেনী কলেজের সাবেক অধ্যক্ষের নামে দুদকের মামলা

ঢাকা: জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ফেনী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (৬ নভেম্বর) দুদক সমন্বিত জেলা কার্যালয় সজেকা, ঢাকা-১ এ সংস্থাটির উপসহকারী পরিচালক খোকন চন্দ্র মোহন্ত বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

জানা গেছে, স্থাবর ও অস্থাবর সম্পদের মধ্যে আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ও জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত মোট এক কোটি ৫৬ লাখ ৬৬ হাজার ৯৭৩ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ তার নিজ নামে অর্জন ও দখল করায় দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭ (১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ। তাই একটি নিয়মিত মামলা রুজু করা হয়। এতে দুর্নীতি দমন কমিশনের পূর্বানুমোদন রয়েছে। তদন্তকালে নতুন কোনো তথ্য বা অন্য কোনো ব্যক্তির সংশ্লিষ্টতা পাওয়া গেলে তা সন্নিবেশিত করা হবে বলেও উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২৩
এসএমএকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।