ঢাকা, শুক্রবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাজীপুরে বাসে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৩
গাজীপুরে বাসে আগুন

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার রঙ্গিলা বাজার এলাকায় একটি বাসে পেট্রল দিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।

বাসচালক রিয়াদ হোসেন জানান, শ্রীপুরের মুলাইদ এলাকার বদর স্পিনিং মিলস লিমিটেড কারখানার শ্রমিকবাহী বাসটির একটি চাকা পাংচার হয়। পরে অতিরিক্ত চাকা লাগিয়ে পাশের রঙ্গিলা বাজার এলাকায় একটি গ্যারেজে নিয়ে যাওয়া হয়। বাসটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে পার্কিং করে চাকা নিয়ে গ্যারেজের ভেতর গেলে  সময় কে বা কারা বাসের পেছনে পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দেয়। পরে মাওনা ফায়ার সার্ভিসের একটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগে বাসের অধিকাংশ পুড়ে যায়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বাংলানিউজকে জানান, সড়কের পাশে  থাকা একটি বাসে কে বা কারা আগুন দিয়ে পালিয়ে যায়।  এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২৩
আরএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।