ঢাকা, বুধবার, ৫ অগ্রহায়ণ ১৪৩১, ২০ নভেম্বর ২০২৪, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে কোভিড-১৯ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল কর্মশালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৩
ফরিদপুরে কোভিড-১৯ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল কর্মশালা

ফরিদপুর: ফরিদপুরে সদর উপজেলা পর্যায়ে কোভিড-১৯ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  

রোববার (১২ নভেম্বর) সকাল ১১টায় ফরিদপুর জেনারেল হাসপাতালের কনফারেন্স রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় কোভিড-১৯ প্রতিরোধে আরও বেশি সতর্কতা, মাস্ক পরিধান, পরিচ্ছন্নতা ও সচেতনতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

ফরিদপুর সিভিল সার্জন অফিসের আয়োজনে এ সময় উপস্থিত ছিলেন- সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. ওয়াহিদুল ইসলাম, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার আলামিন সারোয়ার, জুনিয়র স্বাস্থ্যশিক্ষা অফিসার মো. নুরুল ইসলামসহ স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, ইমাম, এনজিও ও গণ্যমান্য ব্যক্তিরা।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।