ঢাকা, রবিবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘সার্জেন্টের লোকে’র জুতার তলায় লুকানো ছিল ৩৫ হাজার টাকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৩ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৩
‘সার্জেন্টের লোকে’র জুতার তলায় লুকানো ছিল ৩৫ হাজার টাকা

ঢাকা: পুলিশের সার্জেন্টের লোক পরিচয়ে প্রতারণার অভিযোগে মো. রাজু (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

রোববার (১২ নভেম্বর) সন্ধ্যায় মিরপুর ২ নম্বর সেকশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার জুতার তলায় লুকিয়ে রাখা ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, গ্রেপ্তার রাজু একজন প্রতারক। তিনি সবাইকে পরিচয় দেন পুলিশ কর্মকর্তার লোক হিসেবে। তিনি সার্জেন্ট আশরাফের হয়ে কাজ করেন বলে জানান। অথচ এ নামে কোনো সার্জেন্ট নেই।

আশরাফুর জামান আশরাফ নামে ভিজিটিং কার্ডও ছাপিয়েছেন রাজু। সেই কার্ড বিভিন্ন স্থানে দিয়ে তিনি প্রতারণা করে আসছিলেন।

রোববার সাহাবুদ্দীন নামে একজনের কাছ থেকে স্বল্পমূল্যে ব্যাটারি বিক্রির নামে ৩৫ হাজার টাকা নেন। এরপর ব্যাটারি এনে দিচ্ছেন বলে পালিয়ে যান।

পরে ভুক্তভোগী পুলিশের কাছে অভিযোগ করলে রাজুকে ২ নম্বর সেকশন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তল্লাশি করে তার জুতার তলায় লুকিয়ে রাখা ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ০০৪৭ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৩
পিএম/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।