ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

রাজাপুরে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৩
রাজাপুরে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু প্রতীকী ছবি

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরে সড়ক দুর্ঘটনায় লাখি বেগম (৪২) নামে এক নারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সমবায় এলাকায় চার নম্বর আশ্রয়ণ প্রকল্পের সামনে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

 

নিহত লাখি রাজাপুর উপজেলার বড় কৈবর্ত খালী এলাকায় মো. মোস্তফা সিকদারের স্ত্রী।  

নিহতের ছেলে মো. শামীম সিকদার জানান, সকালে উপজেলার দক্ষিণ রাজাপুর এলাকায় লাখি তার বাবার বাড়ি থেকে রাস্তা দিয়ে হেঁটে সমবায় এলাকায় স্বামীর বাড়িতে আসছিলেন। পথে সমবায় এলাকায় একটি মাছবাহী পিকআপভ্যান তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে তার মৃত্যু হয়।  

রাজাপুর থানা (ওসি, তদন্ত) মো. ফিরোজ কামাল বলেন, পরিবারের সঙ্গে কথা বলে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।