ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরগুনাসহ দক্ষিণাঞ্চলের সব রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৩
বরগুনাসহ দক্ষিণাঞ্চলের সব রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক

বরগুনা: ঘূর্ণিঝড় মিধিলির শঙ্কা কেটে যাওয়ায় বরগুনাসহ দক্ষিণাঞ্চলের সব রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে।

শনিবার (১৮ নভেম্বর) সকালে শিপিং লাইন্সের বরগুনা বন্দরের ব্যবস্থাপক এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ঘূর্ণিঝড় মিধিলির প্রভাব ও বৈরী আবহাওয়ার কারণে শুক্রবার (১৭ নভেম্বর) সকালে লঞ্চ চলাচল বন্ধের এ ঘোষণা দেওয়া হয়। ফলে বিপাকে পড়েন জেলাবাসী। পরে শনিবার (১৮ নভেম্বর) বিকেলে নির্দিষ্ট সময়ে বরগুনা নদী বন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় একটি যাত্রীবাহী লঞ্চ। এতে লঞ্চ যাত্রীদের মনে স্বস্তি ফিরেছে।

এ ছাড়া ঘূর্ণিঝড়ের প্রভাবে বরগুনায় ২০৫ ঘর ও ৪৬ হাজার হেক্টর ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মিল্টন চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন।  

ক্ষতিগ্রস্তদের তালিকা অনুযায়ী তাদের সহায়তা করা হবে বলে জানান জেলা প্রশাসক।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।