ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে সাজাপ্রাপ্ত ৩৮ মামলার আসামি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৩
কিশোরগঞ্জে সাজাপ্রাপ্ত ৩৮ মামলার আসামি গ্রেপ্তার মবু ওরফে মবু ডাকাত

নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জ উপজলার দুই বছরের সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানাসহ ৩৮ মামলার পলাতক আসামি মবু ওরফে মবু ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

রোববার (১৯ নভেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার (১৮ নভেম্বর) রাতে কাউয়ার মোড় এলাকা থেকে  মবু ডাকাতকে গ্রেপ্তার করা হয়।  

মবু একই উপজেলার উত্তর কালিকাপুর হাড়িবেচাটারী গ্রামের মোজাম্মেল হকের ছেলে। বর্তমানে কাউয়ার মোড় এলাকায় পরিবারসহ তিনি বসবাস করছেন।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই বছরের সাজাপ্রাপ্ত ও ১০ হাজার টাকা জরিমানাপ্রাপ্ত পলাতক সাজাপ্রাপ্ত আসামি মবু ডাকাতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া তার নামে বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ ৩৮টি মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।