ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

ফকিরাপুলে বিপুল পরিমাণ বিস্ফোরকসহ গ্রেপ্তার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৩
ফকিরাপুলে বিপুল পরিমাণ বিস্ফোরকসহ গ্রেপ্তার ২

ঢাকা: রাজধানীর ফকিরাপুলের কালভার্ট রোড এলাকার একটি বাড়ি থেকে উচ্চমাত্রার বিপুল পরিমাণ বিস্ফোরক ও মাদকদ্রব্যসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার (২১ নভেম্বর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

 

র‌্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, দুই নাশকতাকারী ফকিরাপুলের ওই বাসায় উচ্চমাত্রার বিপুল পরিমাণ বিস্ফোরক মজুত করেছিল।

এ বিষয়ে বুধবার বেলা ১১টা ৪৫ মিনিটে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৩
এসজেএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।