ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

পা ফসকে কারখানার ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৩
পা ফসকে কারখানার ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি কারখানার ছাদ থেকে পড়ে মো. হামিদুর রহমান (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) উপজেলার পূর্ব চন্দ্রা বোর্ড মিল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হামিদুর কিশোরগঞ্জ সদরের দানাপাটুলিয়া এলাকার আব্দুল মান্নাফের ছেলে।

কারখানার শ্রমিক ও পুলিশ জানায়, পূর্ব চন্দ্রা বোর্ড মিল এলাকায় একটি পোশাক কারখানায় ভবন মেরামতের কাজ চলছিল। কারখানার ছয়তলা ভবনের ছাদে কাজ পরিদর্শন করতে যান শ্রমিক হামিদুর রহমান। এ সময় পা ফসকে ছাদ থেকে নিচে পড়ে যান তিনি। এতে তিনি গুরুতর আহত হন। পরে অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা মেমোরিয়াল কেপিজে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাফসান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৩
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।