ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

পাথরঘাটায় মাছের ঘেরে পড়েছিল যুবকের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২৩
পাথরঘাটায় মাছের ঘেরে পড়েছিল যুবকের মরদেহ

বরগুনা (পাথরঘাটা): বরগুনার পাথরঘাটায় মাছের ঘের থেকে মো. দুলাল হোসেন (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার কাকচিড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন স্থানীয় সেলিম পহলানের মাছের ঘের থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

দুলাল উপজেলার কাকচিড়া ইউনিয়নের কাকচিড়া গ্রামের আ. মালেকের ছেলে।

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

দুলালের মা কহিনুর বেগম ও বোন হাফিজা বলেন, দুলালের খুবই সহজ সরল। জমি নিয়ে বিরোধের কারণে চাচা সেলিম, ছালেক ও ইউনুস তাকে খুন করেছে। আমরা এর বিচার চাই।

দুলালের চাচা সেলিম মিয়া বলেন, আমাদের সঙ্গে জমি নিয়ে কোনো বিরোধ নেই এটা সম্পূর্ণ মিথ্যা। আমাদের বাড়ির মধ্যেই দুলাল বাড়িঘর করেছেন।

তিনি আরও বলেন, দুলালের বোন জামাই বাবুলকে চার লাখ টাকা দিয়ে বিদেশ পাঠিয়েছে এ নিয়ে দুলাল খুব টেনশনে ছিল।

ওসি সাইফুজ্জামান জানান, দুলালের বোন হাফিজা ও মা কহিনুর বেগমের অভিযোগ চাচা সেলিম, ছালেক ও ইউনুসের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ রয়েছে দুলালের। জমিজমার জেরে এ হত্যাকাণ্ড হতে পারে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।