ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে ছাত্রলীগ নেতাকে গুলি, ইউপি সদস্যসহ ৮ জনের নামে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২৩
আড়াইহাজারে ছাত্রলীগ নেতাকে গুলি, ইউপি সদস্যসহ ৮ জনের নামে মামলা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছাত্রলীগ নেতাকে হত্যার উদ্দেশে গুলির ঘটনায় ইউপি সদস্য সোহেলসহ ৮ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা ৪-৫ জনের নামে থানায় মামলা হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে গুলিতে আহত ছাত্রলীগ নেতা কামরুল হাসান বাদী হয়ে মামলাটি করেন।

মামলার বরাত দিয়ে পুলিশ জানায়,  শুক্রবার (৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার ব্রাহ্মন্দী  ইউনিয়নের বালিয়াপাড়া বাজারে বাদী কামরুল হাসানের ব্যবসা প্রতিষ্ঠান উদয়ন এন্টারপ্রাইজে প্রবেশ করে পিস্তল, চাপাতি,রামদা, হকিস্টিকসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাকে হত্যার উদ্দেশে গুলি ছুড়ে এবং তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে তার শরীরের বিভিন্ন স্থানে জখম করে।

মামলার অন্য আসামিরা হলেন-সোহেল মেম্বারের সহযোগী সাইফুল (২৭), মাসুদ ( ২৮) হাবিবুর (২৭), শান্ত (৩০), শিপন(২৪), আল আমিন (২৮) ও মোবারক (৫৫)। তাদের বাড়ি উপজেলার বালিয়াপাড়া ও রূপগঞ্জের বিভিন্ন গ্রামে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২৩
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।