ঢাকা, বুধবার, ৫ অগ্রহায়ণ ১৪৩১, ২০ নভেম্বর ২০২৪, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বেশি দামে পেঁয়াজ বিক্রি: রাঙামাটিতে ২ ব্যবসায়ীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৩
বেশি দামে পেঁয়াজ বিক্রি: রাঙামাটিতে ২ ব্যবসায়ীকে জরিমানা

রাঙামাটি: চড়া দামে পেঁয়াজ বিক্রি করার অপরাধে রাঙামাটি শহরে বনরূপা বাজারে দুই ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১০ ডিসেম্বর) বিকেলে অভিযান চালিয়ে এ জরিমানা করেন রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ারদার।

ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ারদার বলেন, ভারতে পেঁয়াজ রপ্তানি বন্ধের খবর ছড়িয়ে পড়ায় রাতারাতি দাম বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। ১১০ টাকার পেঁয়াজ হঠাৎ করে ২০০ টাকা ছাড়িয়ে গেছে। এতে সাধারণ ভোক্তাদের মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছে।  

তিনি আরও বলেন, ব্যবসায়ীদের কাছে পেঁয়াজ মজুদ থাকার পরও দাম বাড়িয়েছেন তারা। চড়া দামে পেঁয়াজ বিক্রি করায় বনরূপা বাজারের ব্যবসায়ী মো. রাসেলকে ১০ হাজার ও আমির হোসেনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

অন্যদিকে, মূল্য তালিকা না টাঙানোর দায়ে একই বাজারে আরও দুই ব্যবসায়ীকে এক হাজার করে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. সেলিম মিয়াসহ পুলিশ সদস্যরা  উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।