ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বংশাই নদীতে ভাসছিল নারীর মরদেহ, হত্যাকাণ্ডের জড়িত দুইজন গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৩
বংশাই নদীতে ভাসছিল নারীর মরদেহ, হত্যাকাণ্ডের জড়িত দুইজন গ্রেপ্তার প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর আশুলিয়া থানার শিমুলিয়া এলাকার বংশাই নদীতে ভাসমান অবস্থায় মেলে অজ্ঞাত এক নারীর মরদেহ। সেটি উদ্ধারের পর প্রযুক্তির সহায়তায় মরদেহ শনাক্ত করা হয়।

পরে ক্লুলেস এই হত্যাকাণ্ডের মূলহোতা এনামুল সানাসহ দুইজনকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (১১ ডিসেম্বর) রাতে রাজধানীর আশুলিয়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে থেকে হত্যাকাণ্ডের আলামত সংগ্রহ করা হয়। তবে এ ঘটনায় গ্রেপ্তার অপর ব্যক্তির পরিচয় প্রকাশ করেনি র‌্যাব।

র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আশুলিয়া থানার শিমুলিয়া এলাকার বংশাই নদীতে ভাসমান অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার হয়। পরে প্রযুক্তির সহায়তায় মরদেহ শনাক্ত করা হয়। ক্লুলেস হত্যাকাণ্ডের মূলহোতাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে এ ঘটনার বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৩
এমএমআই/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।