ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রায়েরবাগে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৩
রায়েরবাগে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

ঢাকা: রাজধানীর রায়েরবাগে সড়ক দুর্ঘটনায় আহত আবদুল বাতেন (৪৫) নামে এক পুলিশ সদস্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।  

মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাত ১০টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে তিনি মারা যান।

নিহত আবদুল বাতেন পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে গেন্ডারিয়া থানায় কর্মরত ছিলেন। আনুমানিক রাত ৯টার দিকে তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন।

তাকে হাসপাতালে নিয়ে আসা ট্রাফিক পুলিশ সদস্য মো. নাসরুল হাসান সাংবাদিকদের জানান, রায়েরবাগ বাসস্ট্যান্ড আউটগোয়িং সড়কে পুলিশ সদস্য বাতেন মোটরসাইকেল নিয়ে পড়ে ছিলেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।

পরে তিনি ঢামেক হাসপাতালে মারা যান। তাকে উদ্ধারের সময় ঘটনাস্থলে উপস্থিত লোকজন জানান, এএসআই বাতেন মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী জানান, প্রাথমিকভাবে জানা গেছে, রায়েরবাগ এলাকায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য আহত হয়ে হাসপাতালে মারা গেছেন। তবে কোন গাড়ি তাকে ধাক্কা দিয়েছে, তা এখনো জানা যায়নি। নিহত পুলিশ সদস্য গেন্ডারিয়া থানায় কর্মরত ছিলেন।

মোবাইল ফোনে কথা হলে নিহত আবদুল বাতেনের স্ত্রী ফারজানা আক্তার ঝর্না জানান, তাদের বাড়ি নরসিংদী জেলার বেলাব উপজেলার আউলিয়াকান্দা গ্রামে। এক ছেলে দুই মেয়ে নিয়ে তারা নারায়ণগঞ্জ সাইনবোর্ড এলাকায় থাকেন। তার স্বামী গেন্ডারিয়া থানায় কর্মরত ছিলেন। ডিউটিতে যাওয়ার উদ্দেশ্যে তিনি দুপুরে বাসা থেকে বের হয়েছিলেন।

বাংলাদেশ সময়: ২২৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৩
এজেডএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।