ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সুবর্ণচরে পুকুরে ভাসছিল নারীর মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৩
সুবর্ণচরে পুকুরে ভাসছিল নারীর মরদেহ প্রতীকী ছবি

নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর (৬০) মরদেহ উদ্ধার করা হয়েছে।  

শনিবার (১৬ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার চরবাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কালু সওদাগর বাড়ির পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, স্থানীয়রা সকাল ৭টার দিকে পুকুরে অজ্ঞাতনামা নারীর মরদেহ পড়ে ভাসতে দেখে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে নারীর মরদেহ উদ্ধার করে।

তিনি জানান, স্থানীয়দের ভাষ্যমতে- ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।