ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

কাঁচামাল কিনতে বেরিয়ে সড়কে লাশ হলেন ব্যবসায়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৩
কাঁচামাল কিনতে বেরিয়ে সড়কে লাশ হলেন ব্যবসায়ী কাঁচামাল ব্যবসায়ী হারুন: ফাইল ফটো

নরসিংদী: নরসিংদীর পলাশে সড়ক দুর্ঘটনায় হারুন মিয়া (৫০) নামে এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন।

শনিবার (২৩ ডিসেম্বর) ভোরে উপজেলার ঘোড়াশাল পাঁচদোনা সড়কের এলিট স্টিল মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হারুন মিয়া ঘোড়াশাল পৌর এলাকার সাতমারার টেকের মৃত মিয়া বক্সের ছেলে।

পুলিশ ও ব্যবসায়ীরা জানান, হারুন মিয়া ঘোড়াশাল বাজারে কাঁচামাল বিক্রি করতেন। আজ ভোরে নরসিংদীর বেলাব উপজেলার বারৈচায় কাঁচামাল কেনার জন্য বাসা থেকে বের হন তিনি। পরে অটোরিকশায় করে পা়ঁচদোনায় যাওয়ার পথে ভাগদী এলিট স্টিল মিলের সামনের সড়কে পেছন থেকে আসা একটি গাড়ি অটোরিকশাকে ধাক্কায় দেয়। এতে হারুন সড়কে পড়ে গুরুতর আহত হয়। পরে আরেকটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন তিনি। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকতিয়ার উদ্দিন জানান, হারুনের পরিবার ময়নাতদন্ত ছাড়া লাশ গ্রহণ করতে আবেদন জানিয়েছে। তাই পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী  আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।