ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পরিত্যক্ত ঘরে মিলল ৪১ ককটেল

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৩
পরিত্যক্ত ঘরে মিলল ৪১ ককটেল ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ: জেলার শিবগঞ্জ উপজেলার লাভাঙ্গা এলাকার একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালিয়ে ৪১টি তাজা ককটেল উদ্ধার করেছে র‌্যাব-৫।  

শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে  ৭টি বালতিতে থাকা ৪১টি ককটেল উদ্ধার করা হয়।

 

পরদিন শনিবার সকালে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে র‌্যাব। পরে সাংবাদিকদের সামনে ককটেলগুলো নিষ্ক্রিয় করে র‌্যাবের একটি ইউনিট।

র‌্যাব জানায়, নির্বাচনী পরিবেশ নষ্ট করতে একটি চক্র নয়ালাভাঙ্গা ইউনিয়নের লাভাঙ্গা সুন্দরপুর এলাকায় একটি পরিত্যক্ত ঘরে ৭টি বালতির ভেতর ৪১টি ককটেল মজুদ করে। বিষয়টি জানতে পেরে র‌্যাব রাতেই ওই ঘরটি ঘিরে রাখে এবং স্থানীয়দের নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়। পরে সকালে র‌্যাবের একটি দল ককটেলগুলো নিষ্ক্রিয় করে।

র‌্যাব লেফটেনেন্ট কর্নেল মো. মুনীম ফেরদৌস জানান, আসন্ন নির্বাচনে নাশকতা সৃষ্টি ও নির্বাচনকে বাধাগ্রস্ত করতেই  একটি চক্র ককটেলগুলো মজুদ করে। পরিত্যক্ত ঘরের মালিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৩
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।