ঢাকা, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

৬ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৬ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৪
৬ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু

শরীয়তপুর: ঘন কুয়াশার কারণে ছয় ঘণ্টা বন্ধ থাকার পর শরীয়তপুরের নরসিংহপুর-চাঁদপুরের হরিণাঘাট নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।  

মঙ্গলবার (২ জানুয়ারি) সকাল ৯টায় ঘন কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়।

 

এর আগে ঘন কুয়াশার কারণে সোমবার রাত ৩টায় ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি।  

বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন জানান, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে সোমবার রাত ৩টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। কুয়াশা কেটে গেলে মঙ্গলবার সকাল ৯টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। এ নৌরুটে ছোট-বড় পাঁচটি ফেরি চলাচল করে।

বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।