ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মহাদেবপুরে ককটেল সদৃশ বস্তু উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৪
মহাদেবপুরে ককটেল সদৃশ বস্তু উদ্ধার

নওগাঁ: নওগাঁর মহাদেবপুরে থেকে একটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে থানা পুলিশ।

বুধবার (৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে মহাদেবপুর উপজেলা নির্বাচন অফিসের পাশ থেকে এটি উদ্ধার করা হয়।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে নির্বাচন অফিসের দায়িত্বগত নিরাপত্তা কর্মীরা ককটেল সদৃশ বস্তুটি দেখতে পান। পরে খবর ঘটনাস্থলে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ওই জায়গাটি ঘিরে রেখেছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) বম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তবে কে বা কারা ককটেল সদৃশ বস্তুটি রেখেছে তা জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।