ঢাকা, রবিবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফরিদপুর-২ আসনে জিতলেন সাজেদাপুত্র লাবু চৌধুরী 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৬ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৪
ফরিদপুর-২ আসনে জিতলেন সাজেদাপুত্র লাবু চৌধুরী  শাহদাব আকবর চৌধুরী লাবু

ফরিদপুর: ফরিদপুর-২ আসনে (সালথা-নগরকান্দা) সাবেক সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর কনিষ্ঠ পুত্র ও বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী শাহদাব আকবর চৌধুরী লাবু বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

রোববার (০৭ জানুয়ারি) রাতে ভোট গণনা শেষে তাকে বিজয়ী ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার মো. কামরুল আহসানে তালুকদার।

 

ফরিদপুর জেলা প্রশাসকের হল রুমে এ ফলাফল ঘোষণা করা হয়।  

প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ১১৫ কেন্দ্রের মধ্যে আওয়ামী লীগ প্রার্থী শাহদাব আকবর চৌধুরী লাবু নৌকা প্রতীকে পেয়েছেন ৮৭ হাজার ১৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া ঈগল প্রতীকে পেয়েছেন ৮৫ হাজার ২৩২ ভোট।

এ আসনে মোট ভোটার ৩ লাখ ০৭ হাজার ৫৬৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৯ হাজার ৭৮৮ জন। নারী ভোটার ১ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন। আসনটিতে ভোট পড়েছে ৪০ দশমিক ৯১ শতাংশ।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।