ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ভারতে পৌষমেলায় ঘুরতে গিয়ে ১০ বাংলাদেশির জেল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৪
ভারতে পৌষমেলায় ঘুরতে গিয়ে ১০ বাংলাদেশির জেল পুরোনো ছবি, সংগৃহীত

রাঙামাটি: ভারতের ত্রিপুরা রাজ্যে পৌষমেলায় ঘুরতে গিয়ে বিএসএফের হাতে আটক বাংলাদেশি ১০ যুবকের জেল হয়েছে।

আটক ১০ জন হলেন মো. শামসুদ্দিন, আব্দুস সালাম, মো. সুমন, মো. বেলাল, আব্দুল জলিল, আল আমিন, মো. সোহেল, মো. হাসান, মো. ইসমাইল ও মো. রবিউল।

তাদের বাড়ি রাঙামাটির লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়নে।

আটক করার পর তাদের ভারতীয় আদালতে তোলা হয়। এসময় অনুপ্রবেশের দায়ে প্রত্যেককে ভারতীয় আইন অনুযায়ী ২৫ দিন করে হাজতবাসের রায় দেন আদালত।

জানা গেছে, প্রতি বছর খাগড়াছড়ি জেলার পানছড়ি দিয়ে পাহাড় জঙ্গল পাড়ি দিয়ে অনেক বাংলাদেশি অবৈধভাবে ত্রিপুরা রাজ্যের পৌষমেলায় ঘুরতে যান। বরাবরের মতো এবারও ঘুরতে গিয়েছিলেন তারা।

আটারকছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অজয় মিত্র চাকমা বলেন, ভারতে অনুপ্রবেশের অভিযোগে আমার ইউনিয়নের ১০ যুবককে গত ১৩ জানুয়ারি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আটক করে। পরে ভারতীয় আদালত তাদের ২৫ দিন করে জেল দেন।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।